গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্-এর নতুন কার্যনির্বাহী কমিটি
গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্-এর নতুন কার্যনির্বাহী কমিটি গত ১৩ মার্চ ২০২২ তারিখে গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্ -এর বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে গঠিত হয় | উল্লেখ্য, সভার শুরুতে বর্তমান সাধারণ সম্পাদক নূর তৌহিদ সূচনা বক্তব্যে সমিতিকে সকল সদস্যকে পরিচয় করিয়ে ড. গোলাম দস্তগীরকে সভার কার্যাবলী লিপিবদ্ধ করতে অনুরোধ করেন এবং সমিতির সভাপতি জনাব মহসিন ভূইয়াঁকে সভা পরিচালনা করতে আহ্বান করেন | সভাপতি বিগত দিনগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও সমিতির কার্যপ্রণালীর একটি সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পদক্ষেপ গ্রহণ করেন | এ লক্ষ্যে তিনি ড. শাফি ভূইয়াঁ ও জনাব সুব্রত কুমার দাসকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনের আহবান করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় |
নির্বাচন কমিশনারদ্বয় তাদের দক্ষতা, মেধা ও অভিজ্ঞতার মাধ্যমে স্বচ্ছতা ও শান্তিপূর্ণভাবে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করেন যা গণতান্ত্রিক প্রক্রিয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে সমিতির সদস্যরা মনে করেন |
গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্-এর নতুন কার্যনির্বাহী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন :
সভাপতি – ম্যাক আজাদ, নির্বাহী উপ-সভাপতি – আজিজুর রহমান মোল্লা, উপ-সভাপতি – নূর তৌহিদ, শাহাজাদী ফারজানা, সামিউর রহমান খান, সাধারণ সম্পাদক – সাজেদুন নাহার, যুগ্ম সম্পাদক – মুহাম্মাদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ – আনোয়ার হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ – গ্যাব্রিয়েল সন্দীপ রোজারিও, সাংস্কৃতিক সম্পাদক – আলিয়া রহমান, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক – লীনা এগ্নেস ডি কস্তা, সাংগঠনিক সম্পাদক – মোরাল শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক – তাহমিনা রিজভী, প্রেস ও প্রকাশনা সম্পাদক – ড. গোলাম দস্তগীর এবং তিন জন কার্যনির্বাহী সদস্য হলেন মহসিন ভূইয়াঁ, নজরুল ইসলাম খান ও এ.এস.ম আশরাফ আহমেদ |
শান্তি ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে উপস্থিত গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্-এর সকল সদস্য জয়-পরাজয় মেনে সৌহার্দপূর্ণ মনোভাব নিয়ে একে অন্যকে অভিনন্দিত করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্-এর উত্তরোত্তর সম্মৃদ্ধির আশ্বাস প্রদান করেন | অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করার জন্য ড. শাফি ভূইয়াঁ ও জনাব সুব্রত কুমার দাসকে গ্রেটার ঢাকা (কানাডা) ইন্ক্-এর সকল সদস্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন | (প্রেস বিজ্ঞপ্তি)