বর-কনের বিয়ের সাজ : প্রবাসীদের সেবায় ড্যানফোর্থে এলো ‘ব্রাইডাল হাব’

বিয়ের ষোলোআনা পূর্ণ করতে চাই বর-কনের জমকালো সব সাজ-সামগ্রী। বাঙ্গালীর বিয়ের এ অনুষঙ্গের ব্যবহার যুগ-যুগান্তরের। এমনকি সুদূর এই প্রবাসে এসেও বাঙ্গালী ভুলেনি তার অতীত ঐতিহ্য ও সংস্কৃতিকে। তাই তো বিয়ে-পূর্ব অনুষঙ্গের কেনাকাটার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালনে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে ড্যানফোর্থের ‘শাড়ি হাউজ’। প্রবাসীদের সেবায় শাড়ি হাউজ এবার ‘ব্রাইডাল হাব’ নামে ৩০০৮ ড্যানফোর্থ এভিনিউতে খুলেছে তাদের নতুন স্টোর। বিয়েতে বর-কনের ষোলআনা সাজগোছের যাবতীয় সামগ্রী এখন পাওয়া যাচ্ছে ব্রাইডাল হাবে। মেহেদী থেকে শুরু করে শাড়ি, লেহেঙ্গা, গয়না, বিভিন্ন মানের শেরওয়ানি সবই পাওয়া যাচ্ছে এখানে। বাদ যায়নি পাগড়ীসহ গায়ে হলুদ এর সামগ্রীও। আর বিয়ের মেকআপ? সেটারও ব্যবস্থা রাখা হয়েছে ব্রাইডাল হাবে। এমনকি বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপানোর ব্যবস্থাও আছে এখানে।

করোনার সংক্রমণ এড়াতে প্রবাসে বিয়ের আয়োজনে দেখা গেছে ব্যাপক পরিবর্তন। সীমিত পরিসরের বিয়েই চলছে এখন। কিন্তু তা সত্যেও গায়েহলুদ, বিয়ে, বউভাতসহ সব পর্বেই আন্তরিকতা যেমন রয়ে গেছে তেমনি রয়ে গেছে সাজগোছের প্রাধান্যও।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে কখনো পোশাকের রং, আবার কখনো কনের কাপড়ের উপকরণ হয়ে উঠেছে আলোচিত। এদিকে কনের পরনে রুপালি গয়না নিয়েও মাতামাতি হলো বেশ কয়েক বছর। তেমনি এ বছর কনের শাড়িতে দেখা যাচ্ছে নিম বা হালকা জরির কাজ। কাতান ওড়নার ব্যবহারও ব্যাপকভাবে চলতে পারে।

আর জামদানি মানে কনেসাজে আভিজাত্যের ছোঁয়া। রুপালি মুক্তার গয়নায় ছিমছাম সাজ আভিজাত্য এনে দেয় কনের সাজে। বিয়ের পর রিসেপশনের মতো আয়োজনে এখন জনপ্রিয় হচ্ছে লেহেঙ্গার মতো পোশাকের ব্যবহার। জমকালো এই ধরনের পোশাকের সঙ্গে চাই মানানসই গয়না।

শাড়ি হাউজের কর্তৃপক্ষ জানান, এসবই এখন পাওয়া যাচ্ছে তাদের ব্রাইডাল হাবে। সবাইকে একবার নতুন এই স্টোরে ঘুরে যাওয়ার আমন্ত্রণও জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে।