অন্টারিওর ২৩ টি এলাকায় মৌলিক জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় ন্যূনতম মজুরি কত হওয়া প্রয়োজন?
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০১ নভেম্বর, ২০২১ : অন্টারিওর ২৩ টি এলাকায় মৌলিক জীবনযাত্রা নির্বাহের জন্য একজন মানুষের কি পরিমাণ অর্থ দরকার সেটি প্রকাশ পেয়েছে নতুন এক রিপোর্টে। অন্টারিওর লিভিং ওয়েজ নেটওয়ার্ক (ঙখডঘ) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, টরন্টোতে বাসিন্দাদের জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণের জন্য দরকার প্রতি ঘণ্টায় ২২ দশমিক ০৮ ডলার আয় করা। এটিই অন্টারিওর সর্বোচ্চ ন্যূনতম মজুরি। খবর সিটিভি নিউজের। রিপোর্ট করেছেন সিন ডেভিডসন।
ঙখডঘ বলছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যাতায়াত, শিশুপ্রযত্ন, চিকিৎসা, বিনোদন এবং মোটামুটি ধরণের ছুটি কাটানোর চাহিদা পূরণসহ ন্যূনতম মানসম্মত জীবনযাত্রা নির্বাহের জন্য একজন মানুষের যতটুকু অর্থ প্রয়োজন সেটিকেই তারা বলছেন লিভিং ওয়েজ বা ন্যূনতম মজুরি। এতে ঋণ পরিশোধ, বাড়ির মালিকানা অর্জন, শিশুদের লেখাপড়ার জন্য অর্থ সঞ্চয় কিংবা অন্য কোনও ধরণের জরুরী চাহিদা পূরণের অর্থ ধরা হয়নি।
ঙখডঘ-এর রিপোর্টে তাদের রিপোর্টে বলেছে, “আমাদের ২০২১ সালের প্রাক্কলনে চার সদস্যের অর্থাৎ বাবা-মা, একটি সন্তান ও একজন প্রাপ্তবয়স্ক মানুষসহ একটি পরিবারের গড় চাহিদা হিসাব করা হয়েছে।”
অন্টারিও প্রদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ন্যূনতম মজুরি প্রয়োজন হলটন অঞ্চলের বাসিন্দাদের যার পরিমাণ প্রতি ঘণ্টায় ২০ দশমিক ৭৫ ডলার।
পিল অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণে দরকার ঘণ্টায় ১৯ দশমিক ৮০ ডলার।
রিপোর্ট অনুযায়ী, জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণের জন্য সর্বনিম্ন মজুরির প্রয়োজন হলো সল্ট সেন্ট মেরি অঞ্চলের বাসিন্দাদের। তাদের দরকার ঘণ্টায় ১৬ দশমিক ২০ ডলার।
সিটিভি নিউজ গত সোমবার জানতে পেরেছে যে, অন্টারিও সরকার আগামী পহেলা জানুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫ ডলারে বাড়ানোর পরিকল্পনা করছে।
ঙখডঘ-এর রিপোর্টে অন্তর্ভুক্ত ২৩ টি অঞ্চলের লিভিং ওয়েজ বা ন্যূনতম মজুরির পরিমাণ নিম্নরূপ।
– ডারহাম অঞ্চল: ১৭.৮০ ডলার
– গুয়েলফ ওয়েলিংটন: ১৮.১০ ডলার
– হলদিমান্ড-নরফোক: ১৭.৩৫ ডলার
– হলটন অঞ্চল: ২০.৭৫ ডলার
– হ্যামিল্টন: ১৭.২০ ডলার
– হেস্টিংস-প্রিন্স এডওয়ার্ড: ১৭.৭৫ ডলার
– কিংস্টন: ১৭.৭৫ ডলার
– লিডস, গ্রিনভিল, লানার্ক কাউন্টি: ১৮.২৫ ডলার
– লন্ডন: ১৬.৫৫ ডলার
– মুস্কোকা: ১৮.৫৫ ডলার
– নায়াগ্রা অঞ্চল: ১৮.৯০ ডলার
– নর্দাম্বারল্যান্ড কান্ট্রি: ১৮.৮০ ডলার
– অটোয়া: ১৮.৬০ ডলার
– পিল অঞ্চল: ১৯.৮০ ডলার
– পার্থ ও হুরন কাউন্টি: ১৭.৯৫ ডলার
– পিটারবরো: ১৮.৩৫ ডলার
– রেনফ্রিউ কাউন্টি: ১৭.৪০ ডলার
– সল্ট সেন্ট মেরি: ১৬.২০ ডলার
– সিমকো কাউন্টি: ১৯.০৫ ডলার
– সাডবুরি: ১৬.৯৮ ডলার
– থান্ডার বে: ১৬.৩০ ডলার
– টরন্টো: ২২.০৮ ডলার
– ওয়াটারলু অঞ্চল: ১৭.২০ ডলার