অন্টারিওতে প্রতারক যখন আপনার দোড়গোড়ায়

প্রবাসী কণ্ঠ ডেস্ক : বেপরোয়া বিক্রয় প্রতিনিধিরা যখন বাড়ির মালিকদের ফার্নেস বা এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে বিভ্রান্ত করছিলো তখন ২০১৮ সালের মার্চে অন্টারিও ঘরে ঘরে গিয়ে পণ্য বিক্রি নিষিদ্ধ করে।

টরন্টো পুলিশ সার্ভিস জানিয়েছে, মহামারিকালে ওই একই ঘটনা আবার ঘটতে শুরু করেছে এবং তারা নিরাপত্তা পরিদর্শক হিসাবে পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে। খবর সিটিভি নিউজের।

টরন্টো পুলিশের প্রতারণা বিভাগের কনস্টেবল জুলি ক্যাম্পবেল বলেন, সন্দেহভাজন লোকটি নতুন বাড়ি কিনেছেন এমন লোকদের টার্গেট করতো। তাদেরকে বলতো, বাড়ির ফার্নেস ঠিকমত কাজ করছে কিনা সেটাই সে দেখতে এসেছে।

জুলি ক্যাম্পবেল বলেন, ‘বাড়ির ভেতরে ঢোকার পর নিচের সিঁড়িতে পা রেখেই লোকটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, ফার্নেসটি একেবারেই সেকেলে এবং আমরা আপনার কাছে একটি নতুন ফার্নেস বিক্রি করতে পারি। আমার চেনাজানা লোক আছে যারা নগদ অর্থের বিনিময়ে আপনার জন্য কাজটি করতে পারে। আর এতে আপনার অনেক টাকা বেঁচে যাবে।’

বাড়ির মালিক যখন দেখেন, লোকটি মহল্লারই আরেকটি সম্প্রতি কেনা বাড়িতে যাচ্ছে তখন তিনি পুলিশে খবর দেন। পুলিশ লোকটির বিরুদ্ধে ভুয়া নথির উল্লেখ করার অভিযোগ দায়ের করে।

মহামারীকালেও অন্টারিওতে তৎপর প্রতারকরা। প্রতারণার উদ্দেশ্যে বিক্রয় প্রতিনিধি সেজে বাড়িতে বাড়িতে কড়া নাড়ে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকে না জানিয়ে এলে কাউকেই বাড়ির ভেতরে আসতে দেবেন না। ছবি : বেস্ট হোমকেয়ার টিপস

লোকটি একটি গাড়িতে করে সেখানে যায়, যেটির দরজায় ‘গ্যাস সার্ভিস’ লেখা ম্যাগনেটিক সাইন ছিলো। সে নিজেকে কারিগরি মান ও নিরাপত্তা কর্তৃপক্ষের (TSSA) কর্মী হিসাবেও পরিচয় দেয়।

‘গাড়িতে সাঁটা নকশা (decal), তার উর্দি এবং ভুয়া পরিচয়পত্র সবই আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে লোকটি সত্যিই টিএসএসএ-তে কাজ করে।

টিএসএসএ হলো এই প্রদেশে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা নেমে চলার বিষয়টি নিশ্চিতকরণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা। তবে তারা ফার্নেসের সার্ভিসিং করে না বা বিক্রি করে না। বিক্রয় প্রতিনিধিরা তাদের কর্মী বলে পরিচয় দেয় এমন অন্যান্য রিপোর্টের বিষয়েও তারা সচেতন।

টিএসএসএর আলেক্সান্দ্রা ক্যাম্পবেল-এর মতে, ‘টিএসএসএ কখনই আগে থেকে না জানিয়ে কারো বাড়িতে যাবে না এবং কারো ফার্নেস পরিদর্শনের কথা বলবে না।’

গ্যাস ফার্নেস, ফায়ারপ্লেস ও গরম পানির হিটার নিয়ে বৈধভাবে কাজ করে যেসব ঠিকাদার তাদেরকে যথাযথ প্রশিক্ষণ নিতে হয় যাতে যে কোনও কাজ নিরাপদে সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করা যায়।

আলেক্সান্দ্রা ক্যাম্পবেল বলেন, ‘আপনার জ্বালানিতে চলা যন্ত্রপাতি নিয়ে কাজ করবে এমন ব্যক্তির যথাযথ দক্ষতা ও প্রশিক্ষণ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদেরকে অবশ্যই টিএসএসএর সার্টিফিকেটধারী ও নিবন্ধিত হতে হবে।’

কেউ যদি আপনার বাড়িতে এসে উপস্থিত হয় এবং ভেতরে যেতে চায় তাকে স্রেফ না বলে দিন।

জুরি ক্যাম্পবেল বলেন, ‘আগে থেকে না জানিয়ে এলে কাউকেই বাড়ির ভেতরে আসতে দেবেন না।’

সংশ্লিষ্ট ব্যক্তি টিএসএসএর নিবন্ধিত কিনা সেটি আপনি যাচাই করতে পারেন কর্তৃপক্ষের কাছে ফোন করে অথবা তাদের ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন আপনার বাড়ির কাছের কোনও ঠিকাদারকে খুঁজে পান কিনা।

এছাড়াও যখন কোনও ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ফোন করে কেউ আপনার বাড়িতে আসতে চায় তখনও খুব সাবধান থাকবেন কারণ, যেইমাত্র আপনি তাকে অ্যাপয়েনমেন্ট দেবেন তখন থেকেই সেটি আর আইনগতভাবে ঘরে ঘরে গিয়ে বিক্রির প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হবে না।

অবশ্য যদি কোনও কারণে একটি চুক্তি স্বাক্ষরের পর সেটির জন্য আপনার আফসোস হয় তাহলে আপনি ১০দিনের কুলিং অফ পিরিয়ডের (চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে ভাববার সময়) সুযোগ নিতে পারেন যাতে আপনার জন্য যে কোনও কারণে চুক্তি বাতিল করার সুযোগ রয়েছে।