৪৬তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
দর্শকরা হলে গিয়ে ছবি দেখতে পারবেন
রেজাউল হাসান ॥ টরন্টোর প্রাণের উৎসব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কভিডের কারণে এতোদিন ছিল অনাড়ম্বর। এ বছর কভিডের সংক্রমণ হ্রাস পাওয়ায় উৎসব আগের মতোই আড়ম্বরের ছোঁয়া পেতে যাবে। উৎসবে প্রদর্শিত ছবি হলে গিয়েই দর্শকরা উপভোগ করতে পারবেন। ডাউন টাউন টরন্টোতে অবস্থিত উৎসবের হেড কোয়ার্টার বেল লাইট হাউজ থেকে শুরু করে স্কসিয়া ব্যাংকের সিনেমা হলগুলোতে ছবির টিকিটের জন্যে দর্শকদের লম্বা লাইনের চেনা দৃশ্য আবার সকলের গোচরে আসবে।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির সহযোগী প্রধানদ্বয় ক্যামেরুন বেইলি এবং জোয়ানা ভিসেন্টি অতি সম্প্রতি উৎসবের উদ্বোধনী ও সমাপনী ছবি ছাড়াও গালা,কনটেমপরারী ওয়ার্ল্ড সিনেমা এবং ডিসকোভারী প্রোগ্রাম ঘোষণা করেছেন।
৯ সেপ্টেম্বর রয় থমসন হলে স্টেফান চবস্কি পরিচালিত টনি পুরষ্কার প্রাপ্ত মিউজিকাল ডিয়ার ইভান হানসেন এবং চীনা পরিচালক ঝাং ইয়াইমও পরিচালিত ওয়ান সেকেন্ড হবে সমাপনী ছবি। এছাড়া
১১টি গালা ও ২১টি স্পেশাল প্রেজেনটেশনের ছবির নামও ঘোষণা করা হয়।
জোয়ানা ভিসেন্টি উৎসবের ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, অতি সম্প্রতি নির্মিত এসব ছবি একদিকে যেমন ছবির নির্মাতোদের আবেগ প্রতিফলিত হয়েছে-তেমনি কাহিনীর অভিনবত্ব সত্যিই অপূর্ব। তিনি বলেন, এসব ছবি দর্শকদের সঙ্গে ‘শেয়ার’ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
কেমেরুন বেইলী বলেন, এ বছরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি এই উৎসবে প্রদর্শিত হবে। মাসের পর মাস আমাদের প্রোগ্রামিং টিম অক্লান্ত পরিশ্রম করে বিশে^র সেরা ছবিগুলো বাছাই করেছে।
উৎসবে ডিসকভারি বিভাগে ভারতীয় পরিচালক ঋত্বিক পারিকের ডাগ ডাগ ও নিথিন লুকোজের পাকা (রিভার অব ব্লাড) স্থান পেলেও কোন বাংলাদেশী ছবি আপাততঃ তালিকায় নেই।
৪৬তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৯ সেপ্টেম্বর চলবে ১৮ সেপ্টেম্বর অবধি।