অভিবাসীদের প্রত্যাশা পূরণ

মার্চ 13, 2020

বিশ্বের প্রথম সারির দশটি দেশের মধ্যে অভিবাসীদের প্রতি সবচেয়ে বেশী ইতিবাচক মনোভাব রয়েছে কানাডিয়ানদের। পিউ রিসার্স সেন্টারের সমীক্ষা তথ্য এটি। নতুন অভিবাসীদেরকে তারা বোঝা মনে না করে একটা শক্তি হিসাবে বিবেচনা করেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইউএস নিউজ এ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’ এর এক জরিপেও দেখা গেছে, ২০১৮ সালে কানাডা অভিবাসীদের জন্য সেরা দেশ হিসাবে বিবেচিত হয়।

কানাডায় অভিবাসীদের অবস্থান সুদীর্ঘ কালের। বরং বলা ভাল, কানাডা মূলত অভিবাসীদেরই দেশ। আদিবাসী জনগোষ্ঠি ছাড়া বাদবাকী সকলেই এ দেশে অভিবাসী। পার্থক্য শুধু এইটুকুই – কেউ আগে এসেছেন আর কেউ পরে এসেছেন।

তবে গত দুই দশকে কানাডায় আসা অভিবাসীদের নিয়ে বেশ আলোচনা বা গবেষণা হতে দেখা গেছে এখানকার বিভিন্ন মিডিয়া ও গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক। বলা হচ্ছে কানাডা অভিবাসীদের জন্য সেরা দেশ হিসাবে বিবেচিত। কিন্তু কখনো কখনো প্রশ্ন উঠছে, অভিবাসীরা সত্যিকার অর্থে কতটুকু সন্তুষ্ট তাদের কানাডীয় জীবন নিয়ে? অভিবাসীরা নিজেরাও নিজেদের প্রশ্ন করেন, সত্যিই কি তারা এদেশের জীবনধারায় সুখী?

সমস্যা আর চ্যালেঞ্জকে মোকাবেলা করেও সিংহভাগ অভিবাসী কানাডার জীবনে সুখী । ছবি : সিবিসি

গবেষণায় বেশিরভাগ দৃষ্টি নিবদ্ধ হয়েছে শ্রমবাজার এবং অভিবাসীদের আর্থিক ফলাফলগুলির দিকে। অভিবাসীরা তাদের নিজ নিজ পেশায় চাকরী পেয়েছেন কি না, পেয়ে থাকলে শতকরা কতজন পেয়েছেন, তাদের আয় কেমন বা তাদের আয় কি দারিদ্র সীমার উপরে কি না, এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা ও গবেষণা হয়েছে। তবে গবেষণার ফলাফল হলো, গত শতকের শেষ দশকে এবং চলতি শতকের প্রথম দশকে, অর্থাৎ গত প্রায় বিশ বছরে কানাডায় আসা অভিবাসীদের সাফল্য তেমন উল্লেখযোগ্য নয় যেমনটা ছিল তারো আগে আসা অভিবাসীদের বেলায়। অথচ এই অভিবাসীরা আগের দিনে আসা অভিবাসীদের তুলনায় অনেক বেশী শিক্ষিত ও তাদের নিজ নিজ পেশায় দক্ষ। এমনকি সাম্প্রতিক কালের অভিবাসীদের মধ্যে উচ্চ শিক্ষিতের হার কানাডিয়ানদের চেয়েও বেশী। নতুন আসা অভিবাসীরা শুধু যে নিজেরাই উচ্চ শিক্ষিত তাই নয়, তারা এ দেশে আসার পর তাদের ছেলে-মেয়েদেরকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। আর এ কারণেই অভিবাসীদের মধ্যে উচ্চ শিক্ষার হার মূলধারার কানাডিয়ানদের তুলনায় বেশী। সম্প্রতি সরকারের এক অভ্যন্তরীন অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে, দুই দশক আগে আসা অভিবাসীদের তুলনায় সাম্প্রতিক কালে আসা অভিবাসীদের সাফল্য কম।

তবে সুখের বিষয় হলো, এরপরও এই অভিবাসীরা কানাডায় ভাল আছেন। গবেষণায় দেখা গেছে, কানাডায় অভিবাসী জনগোষ্ঠির বিভিন্ন স্তরে বিভিন্ন মাত্রার সন্তোষ বা পরিতৃপ্তি দেখা গেছে। কোন কোন অভিবাসী জনগোষ্ঠির মধ্যে কানাডার জীবন সম্পর্কে উচ্চ মাত্রার সন্তোষ দেখা গেছে। কানাডার জীবন সম্পর্কে সমীক্ষায় অংশগ্রহণকারী অধিকাংশ অভিবাসীর ইতিবাচক মূল্যায়ন ছিল। কানাডিয়ান জীবন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। এদের হার ছিল শতকরা ৫৪.২ ভাগ। এদের মধ্যে ১৯ % বলেছেন কানাডার জীবন নিয়ে তারা খুবই অথবা সম্পূর্ণভাবে সুখী বা সন্তুষ্ট। আর সম্মিলিতভাবে সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৩% অভিবাসী বলেছেন তারা সুখী। অবশ্য ১৭.৭% বলেছেন তারা নিরপেক্ষ অর্থাৎ সুখীও নন আবার অসুখীও নন। আর মাত্র ৯.৪% বলেছেন তারা হয় অসুখী অথবা খুবই অসুখী কানাডীয় জীবনে। আর সিংহভাগ অংশগ্রহণকারী (৮৭ – ৯১%) বলেছেন, তাদেরকে যদি নতুন করে সিদ্ধান্ত নিতে বলা হয় কানাডায় আসার ব্যাপারে, তবে তারা আবারো আসবেন।

কানাডায় অভিবাসীদের জীবনে নানান সমস্যা রয়েছে। রয়েছে নানারকম চ্যালেঞ্জ। কিন্তু সেই সকল সমস্যা আর চ্যালেঞ্জকে মোকাবেলা করেও সিংহভাগ অভিবাসী যে কানাডার জীবনে সুখী বা সন্তুষ্ট তা নিশ্চিতভাবেই প্রবাস জীবনের ইতিবাচক একটি দিক। এই ইতিবাচক দিক বজায় থাকুক এটাই আমাদের কামনা।