কানাডায় ২০১৯ সালে ৮৭ হাজার গাড়ি চুরি হয়েছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক : টরন্টোতে সবচেয়ে বেশি চুরি হওয়া গাড়ি হলো ২০১৭ মডেলের লেক্সাস আরএক্স ৩৫০। চোরদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় গাড়িটির নাম ২০১৮ মডেলের লেক্সাস ৩৫০। আর তৃতীয় স্থানে দখল করে আছে হোন্ডার ২০১৮ মডেলের সিআর-ভি। হ্যালোসেফ.সিএ নামের একটি ওয়েবসাইটের সমীক্ষার তথ্যে এসব উঠে এসেছে। হ্যালোসেফ.সিএ-এর প্রধান পরিচালক এন্টোনি ফ্রুচার্ড বলেন, “কানাডায় গাড়ি চুড়ির ঘটনা বাড়ছে, যা গাড়ির মালিকদের জন্য সুখবর নয়। কার্যত গাড়ি চুরির ঘটনা যত বেশি জানা যাবে, ক্রমবর্ধমান চুরির ঝুঁকি কাভার করতে ততই বিমার প্রিমিয়ামও বেড়ে যাবার সম্ভাবনা।”
সমীক্ষার তথ্যে প্রকাশ, ২০১৯ সালে কানাডায় মোট ৮৭ হাজার ছয়টি গাড়ি চুরি হয়েছে। আর সবচেয়ে বেশি গাড়ি চুরি গেছে অন্টারিও প্রদেশে। হ্যালোসেফ.সিএ জানায়, ২০১৯ সালে অন্টারিও প্রদেশে গাড়ি চুরি হয় অন্তত ২৪ হাজার। এর পর যথাক্রমে রয়েছে আলবার্টা, চুরি হয় ২৩,৫৩৫টি, ব্রিটিশ কলাম্বিয়া, ১৩,৩৫৩টি এবং কুইবেক, ১১,৯৬১টি গাড়ি। আপনি যদি মেরিটাইম অঞ্চলের বাসিন্দা হন তাহলে খুবই ভালো, কারণ আটলান্টিক প্রদেশগুলিতে ওই বছর গাড়ি চুরির ঘটনা ঘটে মাত্র ২,৯৬৭টি।
সারাদেশে ২০২০ সালে সবচেয়ে বেশি চুরি যাওয়া গাড়ি হলো ২০১৮ মডেলের হোন্ডা সিআর-ভি, এরপরে ২০১৭-র লেক্সাস আরএক্স ৩৫০ এবং ২০১৭-র হোন্ডা সিআর-ভি।
চুরি যাওয়া বেশিরভাগ গাড়ি আর কখনই উদ্ধার হয় না। তাই গাড়ির বিমা করা খুবই জরুরী। -টরন্টো সান