কোভিড-১৯ মহামারিকালে বেকার হলে কীভাবে জরুরী ফান্ডের সুবিধা পাবেন
জানুয়ারী ৬, ২০২১
কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ মহামারির সময় কাজ করতে পারেনি এমন লোকেদের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। ছবি : ইভান মিটসুই/সিবিসি
প্রবাসী কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ মহামারি এখনও চলতে থাকায় অনেকেই নিঃসন্দেহে অবাক হয়ে ভাবছেন, অসুস্থতা, কভিড পরীক্ষা এবং আইসোলেশনে থাকার বাধ্যবাধকতা কিংবা বাচ্চার দেখাশোনা যে কারণেই হোক না কেন- যদি তারা কাজে যেতে না পারেন, তাহলে কী অবস্থা হবে।
সম্প্রতি নগরীর এক সংবাদ সম্মেলনে মেয়র জন টোরি বলেন, গ্রেটার টরন্টো এবং হ্যামিল্টনের মেয়র ও চেয়ারপারসনরা বিভিন্ন কোম্পানি ও সরকারগুলির প্রতি আহবান জানাচ্ছেন, যেন তারা এমন নিশ্চয়তা দেন যে, কোভিড টেস্টে পজিটিভ ফল এলেই কোন শ্রমিককে চাকরি বা আয় হারাতে হবে না।
তারা প্রদেশের কাছে এমন বাড়তি নিশ্চয়তাও চাচ্ছেন যে, জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিবিধান অনুসরণ, কর্মীদের সুরক্ষা দান এবং কেউ অসুস্থ হলে তাকে আর কাজে হাজিরা দিতে হবে না এমন নিয়ম মেনে চলা নিশ্চিত করার জন্য সব কর্মস্থলে যেন নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা হয়।
কাউন্সিলর জো ক্রেসি, যিনি নগরীর স্বাস্থ্য বোর্ডেরও চেয়ারম্যান, বলেন, নগরীর যেসব কমিউনিটি করোনাভাইরাসে সবচেয়ে মারাত্মকভাবে সংক্রমিত হয়েছে সেগুলো এখনও করোনা টেস্ট করতে মানুষের মধ্যে বিদ্যমান দ্বিধার মোকাবিলা করছে।
তিনি বলেন, “অনেক বাসিন্দাই উদ্বিগ্ন যে, করোনা পজিটিভ হলেই ঘরে বসে থাকতে হবে যার অর্থ হতে পারে আয়-রোজগার হারানো।”
এ বিষয়টি মনে রেখেই মহামারিকালে যারা কাজে যেতে পারবে না তাদের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থে কিছু স্বল্পমেয়াদী অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে।
অধিকতর তথ্যের জন্য ভিজিট করতে পারেন নিচের এই ঠিকানায়:
https://www. canada.ca/en/revenue-agency/services/benefits/recovery-sickness-benefit.html
Canada Recovery Sickness Benefit, (CRSB)
আপনি যদি অসুস্থতার কারণে কাজ করতে অসমর্থ হন কিংবা যদি আপনার কোভিড-১৯ এর কারণে স্বেচ্ছায় আইসোলেশনে থাকার দরকার হয় তাহলে আপনি চাইলে Canada Recovery Sickness Benefit, (CRSB) সুবিধার জন্য আবেদন করতে পারেন। আপনাকে যদি এই তহবিলের অর্থ পাবার যোগ্য বলে মনে করা হয় তাহলে আপনি দুই সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে ৪৫০ ডলার করে পাবেন। তবে দ্বিতীয় সপ্তাহের পর এর মেয়াদ বাড়াতে হলে আপনাকে আবারও আবেদন করতে হবে।
আবেদন মঞ্জুর করা হলে তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। চেকের মাধ্যমে টাকা পাঠানো হলে সময় লাগো প্রায় ১০ থেকে ১২ কর্মদিবস।
এ বিষয়ে অধিকতর তথ্যের জন্য ভিজিট করতে পারেন নিচের এই ঠিকানায়:
Canada Recovery Caregiving Benefit, (CRCB)
১২ বছরের কম বয়সী বাচ্চার দেখাশোনা করা অথবা পরিবারের কোনও সদস্যকে হঠাৎ সেবা দিতে হচ্ছে বলে আপনি যদি কাজে যেতে না পারেন তাহলে আপনি Canada Recovery Caregiving Benefit, (CRCB) সুবিধার জন্য আবেদন করতে পারেন।
এই কর্মসূচি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি দেখা যায় যে, আপনি যার দেখাশোনা করছেন ভাইরাসের কারণে তার স্কুল, নিয়মিত কর্মসূচি বা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অথবা যদি সে অসুস্থ বা স্বেচ্ছায় আইসোলেশনে থেকে থাকে অথবা তার গুরুতর স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি থেকে থাকে।
আপনি যদি এই কর্মসূচির অর্থ পাবার যোগ্য হন তাহলে আপনার পরিবার প্রতি সপ্তাহের জন্য ৪৫০ ডলার করে পেতে পারে। আপনার আইসোলেশনের মেয়াদ যদি এক সপ্তাহের বেশি হয় তাহলে আপনাকে আবারও আবেদন করতে হবে। তবে এই কর্মসূচির মেয়াদ ২৬ সপ্তাহের বেশি হবে না।
এ বিষয়ে অধিকতর তথ্য পেতে হলে ভিজিট করুন নিচের ঠিকানায়:
Canada Recovery Benefit, (CRB)
যেসব লোক আত্মকর্মসংস্থানে নিয়োজিত এবং যাদের চাকরি বীমার সুবিধা নেই তারা Canada Recovery Benefit, (CRB) সুবিধার জন্য আবেদন করতে পারেন।
এই কর্মসূচির অর্থ পাবার যোগ্য ব্যক্তিদেরকে দুই সপ্তাহের জন্য ৯০০ ডলার দেওয়া হবে।
যদি আপনার অবস্থা দুই সপ্তাহের পরও একইরকম থেকে যায় তাহলে আপনাকে আবারও আবেদন করতে হবে। এই কর্মসূচির আওতায় সুবিধা পাওয়া যাবে ১৩ সপ্তাহ পর্যন্ত।
এ বিষয়ে অধিকতর তথ্যের জন্য ভিজিট করুন নিচের ঠিকানায়:
– তথ্য সূত্র : সিবিসি নিউজ