অন্টারিওতে প্রথমবারের মত লাউডস্পীকারে আজানের অনুমতি
মে ১৮, ২০২০
প্রবাসী কণ্ঠ ডেস্ক : চলতি রমাজান মাসে অন্টারিও প্রদেশের বেশ কয়েকটি শহরে লাউডস্পীকারের মাধ্যমে মাগরেব এর আজান প্রচার করার অনুমতি দেয়া হয়েছে। অটোয়াসহ টরন্টো, মিসিসাগা, ব্র্যাম্পটন, হ্যামিলটন এবং আরো কয়েকটি শহরে এখন মাগরেব এর আজান প্রচার করা হচ্ছে। উল্লেখ্য যে, কানাডার ইতিহাসে এই প্রথম মসজিদ থেকে লাউডস্পীকারের মাধ্যমে আজান এর অনুমতি দেয়া হলো। এই অনুমতি পাওয়ায় মুসলিম কমিউনিটিতে খুশির বণ্যা বয়ে যায়। অবশ্য অন্টারিও ছাড়া অন্য কোন প্রভিন্সে এই অনুমতি মিলেনি এখনো।
উল্লেখ্য যে, কানাডায় করোনার কারণে যে কোন ধরণের গণ জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলোও এর আওতায় রয়েছে। লাউডস্পীকারে আজান প্রচারের অনুমতি দেয়া হলেও মসজিদের ভিতর গণজামায়াত নিষিদ্ধ রয়েছে এখনো।
রমজানের এই সময়টাতে সাধারণত মসজিদে প্রচুর সংখ্যক মুসল্লির সমাগম হয়। মাগরেব এর সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মসজিদে মসজিদে ফ্রি ইফতার সরবরাহ করে থাকে।
তবে মসজিদে লাউডস্পীকারের মাধ্যমে আজান প্রচারের বিরুদ্ধে কেউ কেউ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন। মিসিসাগায় রাম সুব্রামানিয়াম নামে এক ব্যক্তি অনলাইনে ব্যাপক প্রচার চালাচ্ছেন এর বিরুদ্ধে। লাউডস্পীকারে আজান প্রচারের বিরুদ্ধে তিনি সাংবিধানিক চ্যালেঞ্জ এর প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা যায়।