২১০৯ সালে কানাডার সবচেয়ে চাহিদাসম্পন্ন চাকরির তালিকা
মার্চ 3, 2019
প্রবাসী কণ্ঠ ডেস্ক : নতুন চাকরি খোঁজার জন্য বর্তমান সময়টাই হলো সবচেয়ে ভালো।
মানবসম্পদ বিষয়ক প্রতিষ্ঠান র্যান্ডস্ট্যাড কানাডা ২০১৯ সালে সবচেয়ে চাহিদাসম্পন্ন চাকরির একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে। এতে বিভিন্ন খাতের ও বিভিন্ন স্তরের পদ অন্তর্ভুক্ত রয়েছে। খবর হাফিংটন পোস্ট এর।
খুচরা চাকরির বাজার বিনষ্ট হওয়ার কারণে সৃষ্ট সর্বনাশ ও হতাশার মধ্যেও এখনও সেল্স অ্যাসোসিয়েটস এবং মার্চেন্ডাইজারের মত পদ তালিকার অধিকাংশ ক্রম দখল করে আছে।
বিশেষ কোন অনুক্রম অনুসরণ না করেই এখানে ২০১৯ সালে কানাডার সবচেয়ে চাহিদাসম্পন্ন চাকরির তালিকা তুলে ধরা হলো:
– সেল্স অ্যাসেসিয়েটস
– অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
– গাড়ি চালক
– ডেভেলপার
– রিসেপশনিস্ট
– ক্যাশিয়ার
– সাধারণ শ্রমিক
– প্রজেক্ট ম্যানেজার
– অ্যাকাউন্ট ম্যানেজার
– ওয়েল্ডার
– অ্যাকাউন্ট্যান্ট
– রেজিস্টার্ড নার্স
– ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
– এইচআর ম্যানেজার
– মার্চেন্ডাইজার
সংস্থাটি কানাডায় বিকাশমান চাকরির যেসব পদ চাহিদার শীর্ষ অবস্থানে রয়েছে সেগুলোরও একটি তালিকা প্রকাশ করেছে। গত কয়েক বছরের চাকরির বাজারের প্রবণতার প্রেক্ষিতে এগুলোর অনেকগুলোই হলো প্রযুক্তি খাতের।
এখানে র্যান্ডস্ট্যাডের তালিকাটি তুলে দেওয়া হলো, কোনও বিশেষ অনুক্রম ছাড়াই:
– blockchain developer
– অটোমেশন ইঞ্জিনিয়ার
– কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক
– লাইভ চ্যাট এজেন্ট
– ডেভ/অপস ইঞ্জিনিয়ার
– এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার
– সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট
– ডেটা সায়েন্টিস্ট
– থ্রিডি আর্কিটেক্ট
এই তালিকা প্রণয়নে র্যান্ডস্ট্যাডের বিজনেস অ্যানালিস্টরা তাদের মক্কেলদের তথ্য পর্যালোচনা এবং আগের ১২ মাসে পোস্ট করা ভূমিকা পরীক্ষা করেছেন।