রেন্টাল এপার্টমেন্টের জন্য সিটি অব টরন্টোর যুগান্তকারী আইন

স্বার্থ রক্ষা হবে ভাড়াটিয়াদের, দন্ডিত হবেন মন্দ বাড়িওয়ালাগণ

জানুয়ারী ৭, ২০১৭

প্রবাসী কণ্ঠ ডেস্ক : সিটি অব টরন্টো রেন্টাল এপার্টমেন্টের জন্য গত ১৪ ডিসেম্বর (২০১৬) নতুন এক নিয়ম অনুমোদন করেছে। এর মাধ্যমে আগামী সামারে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষার জন্য এবং যারা মন্দ বাড়িওয়ালা তাদেরকে দন্ডিত করার জন্য নতুন আইন তৈরী হতে পারে যা হবে যুগান্তকারী।

১৪ ডিসেম্বর গৃহীত নতুন নিয়ম অনুযায়ী বাড়িওয়ালাদেরকে পেস্ট (কীটপতঙ্গ) ম্যানেজমেন্টের একটি সর্বাঙ্গিণ পরিকল্পনা করতে হবে। পেস্ট কন্ট্রোলের জন্য লাইসেন্সধারী প্রফেশনালদের সাহায্য নিতে হবে। বাড়ির অন্যান্য মেরামত কাজের জন্যও লাইসেন্সধারী প্রফেশনালদের সাহায্য নিতে হবে। খবর টরস্টার নিউজ সার্ভিসের।

সামারে নতুন আইন হলে ভাড়াটিয়াদের অভিযোগসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে এবং সিটি স্টাফ ও বাড়িওয়ালাদের জন্য কঠিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে যাতে অভিযোগগুলো যথাযথভাবে সমাধান হয়। নতুন আইনে সিটি স্টাফগণ টরন্টোর প্রায় ৩৫০০ ভবনের তথ্য সংগ্রহ করবেন যেগুলোতে প্রায় ২ লাখ রেন্টাল ইউনিট রয়েছে।

কাউন্সিলর যশ ম্যাটলো বলেন, বহুদিন ধরেই বহু বাড়িওয়ালা রেন্টাল ইউনিটগুলো যথাযথভাবে মেরামত না করে ভগ্নদশায় রেখেছেন যার কারণে ভাড়াটিয়াগণ লজ্জাজনক অবস্থায় বসবাস করে আসছেন। আজকে আমরা সিটি অব টরন্টো থেকে এর বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছি।

এ বিষয়ে একটি বাই ল এর খসড়া করার জন্য সিটি স্টাফগণ সময় পাবেন আগামী মার্চ মাস পর্যন্ত।

কাউন্সিলর জেনেট ডেভিস বলেন, নতুন বাই ল হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে একটি ব্যাপক পদ্ধতি গ্রহন করা যাবে যাতে করে এপার্টমেন্টগুলোর গুণমান, রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নতি ঘটে। জেনেট বলেন, আমি ভাড়াটিয়াদের কাছ থেকে এমন অনেক অভিযোগ শুনেছি যেখানে বলা হয়েছে, অভিযোগ করার পর বাড়িওয়ালাগণ বলে থাকেন যে মেরামত কাজের জন্য লোকদের ডাকা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু কোন মেরামতের কাজ আর করা হয় না।