পার্কিং টিকেট এড়ানোর গোপন কৌশল কাজে লাগছে না

অক্টোবর ৮, ২০২০

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৯ আগস্ট ২০২০ : টরন্টোর একজন গাড়ি চালক অবৈধ পার্কিংয়ের দায়ে পুলিশ যাতে টিকেট ধরিয়ে না দেয় সেজন্যে একটি কৌশলের আশ্রয় নেন। কিন্তু সে কৌশল পুলিশকে বোকা বানাতে পারেনি।

টরন্টোর পুলিশের পার্কিং এনফোর্সমেন্ট বিভাগের অফিসার মিজ. এরিন উরকুয়ার্ট এক টুইট বার্তায় বলেন, গত মঙ্গলবার তিনি অবৈধভাবে পার্ক করা একটি গাড়ির কাছে আসেন।

গাড়িটি দেখে মনে হচ্ছিলো এটিকে টিকেট ধরানো হয়েছে। কিন্তু কাছে আসার পর তিনি বুঝতে পারেন আদৌ টিকেট দেওয়া হয়নি। খবর সিটিভি নিউজের। রিপোর্ট করেছেন সিন ডেভিডসন।

উরকুয়ার্ট লিখেছেন, “আজ আমি অবৈধভাবে পার্ক করা একটি গাড়ির পাশে যাই। দেখতে পাই গাড়ির উইন্ডশিল্ডে এরইমধ্যে একটি টিকেট লাগানো আছে। আমি ব্যাপারটা পরীক্ষা করি। এটি ছিলো ২০১৮ সালের টিকেট।”

তিনি বলেন, ওই টিকেটটি ইস্যু করা হয়েছিলো ভিন্ন একটি ঠিকানায়।

“আমি এই খেলাটা জানি। নতুন টিকেট এড়ানোর জন্য এই গোপন কৌশল খাটানো হয়। আমি সেটা তাদের ঠিকই ধরিয়ে দিই।”

উরকুয়ার্ট বলেন, লোকেরা প্রায়শই এই কৌশলের আশ্রয় নেয়। আর তিনি এখন এসব গাড়ি চালককে ১০০ ডলারের নতুন টিকেট ধরিয়ে দেন।

সিটিভি নিউজ টরন্টোর কাছে পাঠানো এক ইমেলে উরকুয়ার্ট বলেন, তার পাঁচ বছরের কর্মজীবনে তিনি টিকেট এড়ানোর জন্য এধরণের বেশ কিছু ঘটনা দেখেছেন।

তিনি বলেন, “এটি নতুন নয়। আমি সব সময়ই উইন্ডশিল্ডে আটকানো টিকেট পরীক্ষা করি। কারণ কখনও কখনও ভিন্ন জিনিসের দেখা মিলতে পারে।”

“আপনি সব সময়ই নতুন টিকেট ধরিয়ে দিয়ে তাদের ত্রুটিপূর্ণ টিকেট সরিয়ে দিতে পারেন। যেমন আমি গতকাল করেছি।”