কানাডা পুলিশের গুলিতে এক জঙ্গী নিহত

সেপ্টেম্বর ১০, ২০১৬

প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডা পুলিশ দেশের অন্টারিও প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, একজন মাত্র সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অ্যারোন ড্রাইভার

কানাডার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পুলিশ টরেন্টোর প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্ট্রাথ্রোইয়ে একটি এলাকায় অভিযান চালায়। তারা এ সন্দেহভাজন ব্যক্তির নাম অ্যারোন ড্রাইভার বলে উল্লে­খ করে। তারা বয়স ২৪ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত ইসলামিক স্টেটকে সরাসরি সমর্থন জানানোর জন্য গত বছর তাকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা কানাডার বার্তা সংস্থাকে বলেন, সন্দেহভাজন এ ব্যক্তি জনাকীর্ণ এলাকায় আত্মঘাতী বোমা হামলা চলানো পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে। আরসিএমপি-র বিবৃতিতে বলা হয়, তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছিল।

অ্যারোন ড্রাইভারের পরিবার তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। উল্লে­খ্য, ইসলাম ধর্ম গ্রহণকারী ড্রাইভার ২০১৪ সালে হারুন আবদুর রহমান ছদ্মনামে টুইটারে এক বার্তায় সরাসরি আইএসকে সমর্থন জানানোয় কর্তৃপক্ষের নজরে আসে। এএফপি।