কানাডা থেকে আইএস-এ যোগ দেয়ার জন্য যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তাদের ২০% মহিলা!
সেপ্টেম্বর ১০, ২০১৬
প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডার ফেডারেল সরকারের এক রিপোর্টে বলা হয় কানাডা থেকে জঙ্গী সংগঠন আইএস এ যোগ দেয়ার যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের মধ্যে শতকরা ২০ জনই মহিলা। আর এই মহিলাদের কেউ কেউ অতি বিপজ্জনক এই কর্মকান্ডে যোগ দিতে গিয়ে তাদের শিশুদেরকেও নিয়ে যাচ্ছেন সঙ্গে করে ।
রিপোর্টে আরো বলা হয়, জঙ্গী কর্মকান্ডে যোগ দেয়ার জন্য মহিলাদের এই যাত্রা নতুন নয়। তবে যেটি লক্ষ্যনীয় তা হলো, সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়ার এই প্রবণতা সাম্প্রতিক সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। খবর কানাডিয়ান প্রেসের।
তবে এই মহিলারা জঙ্গী সংগঠনে যোগ দিয়ে কি ভূমিকা পালন করেন তা স্পষ্ট নয়। সাধারণ ভাবে ধারণা করা হয় এরা জঙ্গীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অবশ্য সরাসরি যুদ্ধে যোগ দেয়া বা সহযোগী যোদ্ধা হিসাবেও তারা যোগ দিয়ে থাকতে পারেন।