কানাডার জনসংখ্যা ৩ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে
ইমিগ্রেন্ট ও রিফিউজি আগমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে
অক্টোবর ৮, ২০১৬
প্রবাসী কণ্ঠ ডেস্ক : রেকর্ড সংখ্যক ইমিগ্রেন্ট ও রিফিউজি কানাডায় প্রবেশ করায় কানাডার জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩৬ মিলিয়ন বা ৩ কোটি ৬০ লাখেরও বেশী। গত জুলাই মাসের ১ তারিখের হিসাব এটি। স্ট্যাটিসটিক্স কানাডার বরাত দিয়ে খবরটি প্রকাশ করে সিবিসি নিউজ।
প্রাপ্ত তথ্যে দেখা যায় গত বছর জুলাই মাসের তুলনায় এবছর জুলাই পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৮ শত ১৫ জন। এর ফলে কানাডার মোট জনসংখ্যা গত জুলাই পর্যন্ত দাড়ায় ৩ কোটি ৬২ লাখ ৮৬ হাজার ৪ শ ২৫ জনে। ১৯৮৮ সালের পর এটিই ছিল বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির সর্বোচ্চ সংখ্যা। আর গত বছরের তুলনায় এই বৃদ্ধির হার ছিল ১.২%।
ব্যাংক অব মন্ট্রিয়লের অর্থনীতিবিদ ড্যগ পোর্টার বলেন, পঞ্চাশ দশকের বেবী বুমের পর এবারের এই জনসংখ্যা বৃদ্ধি বড় ধরনের জনংখ্যা বৃদ্ধির একটি ঘটনা যদিও এর পিছনে অন্যতম ঘটনা ছিল ইমিগ্রেন্ট ও রিফিউজির সংখ্যা বৃদ্ধি।
২০১৫ সালের জুলাই থেকে শুরু করে চলতি বছর জুলাই মাসের মধ্যে কানাডায় ইমিগ্রেন্ট প্রবেশ করে ৩২০,৯৩২ জন। ৩০ হাজার সিরিয়ান রিফিউজিও এই সংখ্যার অন্তভূক্ত। সিরিয়ানদের রিফিউজি হিসাবে আনা হলেও আদতে এরা ইমিগ্রেন্টই। কারণ এদেরকে সাধারণ রিফিউজিদের মত কানাডায় আশ্রয় প্রার্থনা করে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে না।
স্ট্যাটিসটিক্স কানাডার হিসাব মতে ১৯১০ সালের পর কোন একটি একক বছরে এত বিপুল সংখ্যক ইমিগ্রেন্ট গ্রহণ করেনি কানাডা।
কানাডার দুটি প্রভিন্সে এখনো জনসংখ্যা সর্বাধিক। এই দুটি প্রভিন্স হলো অন্টারিও এবং কুইবেক। অন্টারিওর জনসংখ্যা ১৩.৯ মিলিয়ন এবং কুইবেকের জনসংখ্যা ৮.৩ মিলিয়ন।