কানাডার একদিনের প্রধানমন্ত্রী প্রাবজ্যোতি লক্ষণপাল

মার্চ ১৩, ২০১৬

প্রবাসী কন্ঠ ডেস্ক : ১৯ বছর বয়সী প্রাবজ্যোতি লক্ষণপাল একদিনের জন্য কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে ক্ষমতাহীন। খবর সিটিভি নিউজের।

টরন্টোর ইয়র্ক ইউনিভারসিটির ছাত্র ও ব্রাম্পটনবাসী প্রাবজ্যোতির হাজকিন ল্যাম্ফোনা নামে একধরণের ক্যান্সার রোগ ধরা পড়েছিল যখন যখন তার বয় ১৬। সেই অসুস্থতার সময়ই সে ইচ্ছা প্রকাশ করেছিল কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার। বর্তমানে সে হাজকিন ল্যাম্ফোনারোগ থেকে ক্রমশ সেরে উঠছেন। সাধারণত মরণব্যাধিতে আক্রান্ত শিশু-কিশোররা ‘মেক এ উইশ’ নামের একটি প্রগ্রামের মাধ্যমে নিজেদের ইচ্ছা প্রকাশ করার সুযোগ পায়। প্রাবজ্যোতি বলেন, আমি এমন কিছু একটা পেতে চেয়েছিলাম যা ইতিপূর্বে কেউ পায়নি।

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রাবজ্যোতির ইচ্ছের কথা জানতে পেরে তাকে ও তার পরিবারে অন্যান্য সদসদেরকে আমন্ত্রণ জানান অটোয়াতে। সেই আমন্ত্রণে প্রাবজ্যোতি ও তার পরিবারের সদস্যরা ৫ দিনের সফরে অটোয়া যান। সেখানে তারা দামী এক হোটেলে উঠেন। এই সময় প্রাধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে নিজ দফতরে নিয়ে যান। এমনকি নিজ চেয়ারেও বসতে দেন প্রাবজ্যোতিকে নিজে অন্যএকটি সাধারণ চেয়ারে বসে।

৫ দিনের রাষ্ট্রিয় মর্যাদার সফরে প্রাবজ্যোতি কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টেনের সঙ্গেও সাক্ষাত করার সুযোগ পান। তিনি প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানে উঠারও সুযোগ পান।