করোনা কালে কানাডায় প্রতারকদের উৎপাত

মে ১৮, ২০২০

করোনা কালেও কানাডায় একশ্রেণীর প্রতারক অনলাইনে বা টেলিফোনে সক্রিয় হয়ে উঠেছেন লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার জন্য। ছবি: গ্লোবাল নিউজ

প্রবাসী কণ্ঠ ডেস্ক : করোনার হামলায় কানাডীয়রা যখন চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তখন সেই সুযোগ নিয়ে একশ্রেণীর প্রতারক অনলাইনে বা টেলিফোনে সক্রিয় হয়ে উঠেছেন লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার জন্য। করোনার নামেই তারা প্রতারণা করছেন। নিজেদের পরিচয় দিচ্ছেন টরন্টো পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লোক বলে। এই পরিচয় দিয়ে লোকজনের ব্যক্তিগত ফিনান্সিয়াল ইনফরশেন চাচ্ছেন তারা। সেই সাথে স্যোসাল ইন্সুরেন্স নম্বর। বিষয়টি টরন্টোর চীফ মেডিক্যাল অফিসার ডা. আইলিন ডি ভিলা’র নজরেও এসেছে। তিনি জনগণকে এ সব প্রতারকের পাল্লায় না পড়ার জন্য সতর্ক করে দিয়ে বলেন তার অফিসের কেউ কারো ব্যক্তিগত ব্যাংক ইনফরমেশন বা স্যোসাল ইন্সুরেন্স নম্বর চায় না। এটি আমাদের কর্মের অংশ নয়। তিনি জনগণকে এ ধরণের ফোনকল পেলে পুলিশকে অবহিত করার আহ্বান জানান। খবর সিপি২৪ নিউজের।

টরন্টো পাবলিক হেলথ ডিপার্টমেন্ট স্থানীয় অধিবাসীদের সঙ্গে তখনই যোগাযোগ করে যখন কোভিড-১৯ অথবা অন্যকোন ছোঁয়াচে রোগের ফলোআপ এর প্রয়োজন হয়। ডা. ভিলা বলেন, আমরা যখন যোগাযোগ করি তখন শুধু অধিবাসীদের পরিচয় জানতে চাই এবং আমাদের প্রশ্নগুলো থাকে স্বাস্থ্য সম্পর্কিত।

টরন্টো পুলিশ কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কারণ এই ধরণের প্রতারণা যে বৃদ্ধি পাচ্ছে সেটি পুলিশেরও নজরে এসেছে। টরন্টো পুলিশের সাইবার অপারেশন-ইন্টেলিজেন্স এর ডেপুটি সার্জেন্ট জন মেনার্ড বলেন, আমরা লক্ষ্য করেছি কভিড-১৯ এর নাম করে ইমেইল ও টেক্স ম্যাসেজের মাধ্যমে প্রতারকরা লোকজনের কাছ থেকে তাদের ব্যাংকিং ইনফরমেশন সংগ্রহ করার চেষ্টা করছে। কেউ কেউ প্রতারকদের কাছে থেকে টেক্স ম্যাসেজ পাচ্ছেন কানাডা এমার্জেন্সী রেসপন্স বেনিফিট বিষয়ে।

সার্জেন্ট জন মেনাড আরো বলেন, এই প্রতারকরা করনোর ফলস টেস্ট কিট, হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি বিক্রির প্রস্তাবও দিচ্ছেন। কখনো কখনো গ্রোসারী ডেলিভারীরও প্রস্তাব দিচ্ছেন। এসবই করা হচ্ছে প্রতারণার উদ্দ্যেশে। তিনি জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, আপনি নিজে যদি কাউকে ফোন না দিয়ে থাকেন এবং যে ব্যক্তিটি আপনাকে ফোন দিয়েছে সে যদি আপনার অপরিচত কেউ হন তবে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। এই ধরণের কল প্রতারকদের কাছ থেকেই আসে। এদের কাছে কখনো ক্রেডিট কার্ডের নম্বর দিবেন না। কোনরকম পেমেন্টও দিবেন না। করোনার এই সময়ে যদি কোন আত্মীয়-বন্ধুর কাছ থেকে অনলাইনে অর্থ পাঠানোর অনুরোধ পান তবে সেই আত্মীয়-বন্ধুকে প্রথমে ফোন করে জেনে নিন ম্যাসেসটা সত্যিই তার কাছ থেকে এসেছে কি না। প্রতারণার শিকার কেউ প্রয়োজনে টরন্টো পুলিশকে ৪১৬ ৮০৮ ২২২২ এই নম্বরে ফোন দিতে পারেন।

প্রতারকরা কভিড-১৯ এর নাম করে ইমেইলে বা টেক্স ম্যাসেজের মাধ্যমে কি ধরণের তথ্য পাঠায় তার কয়েকটি  নমুনা প্রকাশ করেছে টরন্টো পুলিশ। নিচে তা তুলে ধরা হলো:

টেক্স ম্যাজেসে যা পাঠায় –

–             কানাডা এমার্জেন্সী রেসপন্স বেনিফিট পাঠানোর জন্য প্রসেসিং চলছে

–             করোনার এই সময় বাসা থেকে বেশ কয়েকবার বের হবার জন্য ফাইন করা হচ্ছে

–             তাৎক্ষনিক পেমেন্ট এর দাবী। পেমেন্ট না করা হলে অনলাইন সার্ভিস বন্ধ করে দেয়ার হুমকী।

ইমেলে যে তথ্য পাঠায় –

–             ডেলিভারী ডিটেইল চেয়ে পাঠায়। যারা সাধারণত ডেলিভারী সার্ভিস গ্রহণ করে থাকেন।

–             করোনা সম্পর্কিত প্রোডাক্ট (টেস্ট কিট, হ্যান্ড সেনিটাইজার) বিক্রির স্পেশাল অফার।