এনডিপি’র উদ্যোগে ইসলামিক হেরিটেজ মান্থ উদযাপন
অক্টোবর ২২, ২০১৭
গত ৬ অক্টোবর অন্টারিওর পার্লামেন্ট ভবন ‘কুইন্স পার্ক’ এ নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে উদযাপিত হলো ইসলামিক হ্যারিটেজ মান্থ। এ উপলক্ষ্যে দলের পক্ষ থেকে টরন্টোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন মুসলিম শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয় কুইন্স পার্কে। এ সময় মুসলিম এই তরুন শিক্ষার্থীরা অন্টারিও প্রভিন্সের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া এবং অন্টারিও এনডিপি’র দলীয় প্রধান এন্ড্রিয়া হরওয়া-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সমকালীন রাজনৈতিক ইস্যু নিয়ে সরাসরি আলোচনার সুযোগ পান। তারা পার্লামেন্ট ভবনটিও ঘুরে দেখেন। অন্টারিও এনডিপি ককাস সার্ভিসেস এর পক্ষ থেকে প্রবাসী কন্ঠে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইসলামিক হ্যারিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে তরুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এন্ড্রিয়া হরওয়া বলেন, অন্টারিওতে এরকম সুযোগ সৃষ্টি হওয়া আবশ্যক যাতে করে সকলে বিশেষ করে তরুণ প্রজন্ম টিভিতে এমন একটি আইন-সভার কার্যক্রম দেখতে পারেন যেখানে তাদের মতো দেখতে লাগে এমন কেউ আছেন, তাদের মত হিজাব পরেন এমন কেউ আছেন বা তাদের বর্ণের কেউ আছেন এমন কাউকে দেখতে পারেন। এন্ড্রিয়া হরওয়া আরো বলেন, রাজনৈতিক নেতৃত্বে ও জনপ্রতিনিধি হিসাবে মুসলিম কমিউনিটির সদস্যদের অঙ্গীভূত হওয়া খুবই জরুরী। কারণ এর মাধ্যমেই আমরা একটি ন্যায্য ও অন্তুর্ভূক্তিকর প্রভিন্স পাব যেটা সবাইকে প্রতিনিধিত্ব করবে।
এন্ড্রিয়া বলেন, আজকে আমি তরুণ প্রজন্মের যে মুসলিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলাম তারা অতি চমৎকার। তারা বুদ্ধিমান এবং উৎসাহী তরুণ নেতা। তারা তাদের কমিউনিটিতে জড়িত এবং তারা ব্যতিক্রমি কিছু করতে আগ্রহী। ইসলামিক হ্যারিটেজ মান্থ উপলক্ষ্যে পার্লামেন্ট ভবেনে তাদের আগমন তাদেরকে উৎসাহিত করবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হওয়ার বিষয়ে এবং তাদের নিজ ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়ে গর্ববোধ করতে। তারা সরকারে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য।
ইসলামিক হ্যারিটেজ মান্থ উৎযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনডিপি’র এমপিপি টেরেসা জে. আর্মস্ট্রং। অন্টারিওতে অক্টোবর মাসকে ইসলামিক হ্যারিটেজ মান্থ হিসাবে ঘোষণা দেওয়ার প্রচেষ্টাতে টেরেসা আগ্রনী ভূমিকা পালন করেন।