অবসরের বয়স আবার ৬৫-তে!
এপ্রিল ৯, ২০১৬
প্রবাসী কন্ঠ রিপোর্ট ॥ চাকরির থেকে অবসরের বয়স সীমা আবার ৬৫ তে নামিয়ে আনা হচ্ছে। অতি সম্প্রতি নিউইয়র্কে টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘোষণা দেন। সাক্ষাতকারে তিনি উল্লেখ করেছিলেন, দেশে ফিরে গিয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সরকারের নীতি নির্ধারকরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। শিগগিরই এ ব্যাপারে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কনজারভেটিভ সরকার চাকরির থেকে অবসর নেয়ার বয়স সীমা ৬৫ থেকে ৬৭ তে উন্নীত করেছিল। এতে তরুণ প্রজন্মের চাকরির সুযোগ সীমিত হয়ে আসে। বিশেষ করে হসপিটালিটি ইন্ডাস্ট্রিজের পুরণো কর্মচারীরা যেমন ওয়েটার ওয়েট্রেসরা এই সুযোগ নিয়ে অবসরে না গিয়ে কাজ চালিয়ে যেতে থাকে। লিবারেল সরকার এই বয়স সীমা রিভার্স করে দিলে তরুণ প্রজন্মের জন্যে মঙ্গলজনক হবে।