অন্টারিওতে সাধারণ গাড়ির এমিশন টেস্ট প্রথা বাতিল এর ঘোষণা
অক্টোবর ১১, ২০১৮
প্রবাসী কণ্ঠ ডেস্ক : অন্টারিওতে পুরাতন যাত্রীবাহি গাড়ির জন্য আর এমিশন টেস্ট লাগবে না। প্রতি দুই বছর পর এই টেস্ট করার নিয়ম ছিল। তবে হেভী ডিউটি গাড়ি যেমন ট্রান্সপোর্ট ট্রাক এর জন্য এই নিয়ম বহাল থাকেব। গত ২৮ সেপ্টেম্বর অন্টারিও সরকার এই ঘোষণা দেয়। খবর কানাডিয়ান প্রেস এর।
সরকারের পক্ষ থেকে বলা হয় ড্রাইভ ক্লিন প্রোগ্রাম এর আওতায় ৭ বছরের পুরানো যাত্রীবাহি সাধারণ গাড়ি এবং লাইট ডিউটি ট্রাক এর জন্য এমিশন টেস্ট এর যে বাধ্যতামূলক পরীক্ষার নিয়ম চালু করা হয়েছিল তা এখনকার দিনে অচল বা সেকেলে হয় গেছে।
প্রিমিয়ার ড্যাগ ফোর্ড বলেন, ১৯৯৯ সালে যখন এই নিয়ম চালু করা হয়েছিল তখন সেটি সময়োপযোগী ছিল। কিন্তু বর্তমানে গাড়ি তৈরীর প্রতিষ্ঠানগুলো এমিশন বিষয়ে অধিকতর কঠোর নিয়ম অনুসরণ করায় কালো ধুয়ার পরিমান অনেক কমে গেছে। মাত্র ৫% গাড়ি এমিশন টেস্টে ফেল করেছে গত বছর। ১৯৯৯ সালে এই হার ছিল ১৬%। এই হার আগামীতে আরো কমে যাবে। আগামী বছর ১ এপ্রিল থেকে নতুন আইন কার্যকর হবে।