পার্কিং টিকেট বাড়িতেই পৌঁছে দেবার ব্যবস্থা হচ্ছে

ডিসেম্বর ৯, ২০১৫

প্রবাসী কন্ঠ ডেস্ক : পার্কিং টিকেট গাড়ির উইন্ডশীল্ড হুইপারের তলায় চাপা দেয়ার আগেই যে সকল ড্রাইভার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এবার নতুন আইন করা হচ্ছে। নতুন আইনে ট্রাফিক কর্তৃপক্ষ ড্রাইভারের বাড়িতে ট্রাফিক টিকেট মেইল করতে পারবে। আগামী ফেব্রুয়ারীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব বিবেচনার জন্য টরন্টো সিটি কাউন্সিলের সভায় পাঠানো হবে। প্রস্তাবটি পাশ হলেও আরো কয়েকমাস লেগে যাবে তা বাস্তবায়নের জন্য। খবর মেট্রোর। উল্লেখ্য যে, কিছু কিছু চতুর ড্রাইভার পার্কিং টিটেক গাড়ির উইন্ডশীল হুইপারের তলায় চাপা দেওয়ার আগেই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান। পালিয়ে যেতে পারলে টিকিট আর কার্যকর থাকে না। কারণ নিয়ম হলো, টিকিট গাড়ির উইন্ডশীল হুইপারের তলায় চাপা দিয়ে রাখতে হবে অথবা ড্রাইভারের হাতে দিতে হবে। কিন্তু তার আগেই যদি ড্রাইভার পারিয়ে যায় তবে সেই টিকিট ড্রাইভারের ঠিকানায় পাঠানোরও কোন নিয়ম নেই। অর্থাৎ ড্রাইভার পার পেয়ে যান। এভাবে সিটি কতৃপক্ষ বছরে প্রায় ৩.৩ মিলিয়ন রাজস্ব থেকে বঞ্চিত হয়।