নতুন ট্রাফিক আইন : অমনোযোগী ড্রইভারদেরকে এক হাজার ডলার জরিমানা দিতে হবে, সেই সাথে ৩ ডিমেরিট পয়েন্টস

জুন ৯, ২০১৫

প্রবাসী কন্ঠ : অন্টারিওতে গাড়ি চালানো সময় হাতে ধরা সেল ফোনে কথা বললে বা টেক্স ম্যাসেজ পাঠানোর চেষ্টা করলে এক হাজার ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সেই সাথে ৩ ডিমেরিট পয়েন্টসও ঘাড়ের উপর চেপে বসতে পারে। ড্রাইভাররা যদি সাইকেল চালকদেরকে পাশ কাটিয়ে যাবার সময় অন্তত এক মিটার দূরত্ব বজায় না রাখেন (যেখানে তা করা সম্ভব) অথবা কোন ড্রাইভার বা প্যাসেঞ্জার পার্ক করা গাড়ির দরজা যদি পিছন দিকে না তাকিয়েই হঠাৎ এমনভাবে খুলেন যে দরজার উপর কোন সাইকেল চালক এসে আছড়ে পড়ে তবে তার জন্যও গুনতে হবে জরিমানা। ২ জুন (২০১৫) অন্টারিওতে নতুন এই আইন পাশ হয়েছে। খবর সিটি নিউজের।

অমনযোগী ড্রাইভারদের জরিমানার পরিমান আগে যেখানে ছিল ৬০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত, সেটা এখন করা হয়েছে ৩০০ ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত। সেই সাথে ৩ ডিমেরিট পয়েন্টস।

অন্টারিও’র ট্রান্সপোর্টেশন মিনিস্টার স্টিভেন ডেল ডুকা বলেন, অন্টারিও’র সড়কসমূহ উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে নিরাপদ সড়কগুলোর কাতারে পড়ে। নতুন আইন করা হয়েছে যাতে সেই নিরাপদ অবস্থা বজায় থাকে।

নতুন আইনে আরো বলা হয়েছে স্কুল এরিয়াতে এবং যেখানে পেডেস্ট্রিয়ান ক্রসিং সাইন আছে সেখানে পথচারীরা সম্পূর্ণভাবে পথ অতিক্রম না করা পর্যন্ত ড্রাইভারদেরকে অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা না করলে জরিমানা গুনতে হবে।