এক্সপ্রেস এন্ট্রি : ১০ জনের মধ্যে মাত্র একজনের আবেদন অনুমোদন
সেপ্টেম্বর ১২, ২০১৫
প্রবাসী কন্ঠ ডেস্ক : বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি কর্তৃক গৃহীত নতুন ইমিগ্রেশন আইন এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ইমিগ্রেশন পাওয়ার জন্য মনোনিত হয়েছেন মাত্র ১০%। গত জানুয়ারী থেকে কার্যকর হওয়া এই আইনে ৬ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছিল ১১২,৭০০টি।
ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেকজান্ডারসহ কনজারভেটিভ দল শুরু থেকেই তাদের নতুন প্রবর্তিত এক্সপ্রেস এন্ট্রি পদ্ধতি নিয়ে বড়াই করে আসছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বড়াই করা সিস্টেমে ১১২,৭০০টি আবেদন পত্রের মধ্যে মাত্র ৮৪৪ জন ইমিগ্রেশন পেয়েছে এ পর্যন্ত। এই ৮৪৪ জনের মধ্যে সবাই আবার প্রিন্সিপাল এপ্লিকেন্ট নন। প্রিন্সিপাল এপ্লিকেন্টদের ফ্যামিলি মেম্বারসহ ৮৪৪ জন। এদের মধ্যে গত জুলাই পর্যন্ত কানাডা পৌঁছেছেন ৪১১ জন। খবর টরন্টো স্টারের।
এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে আবার ৮৫% ছিলেন কানাডাতেই যখন তারা ইমিগ্রেশনের জন্য আবেদন করেন। সবচেয়ে বেশী যে কটি দেশ থেকে আবেদন জমা পরেছিল সে দেশগুলো হলো ভারত, ফিলিপাইন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং চীন।
টরন্টোর অধিবাসী ইমিগ্রেশন লইয়ার সোহসানা গ্রীন প্রশ্ন তুলেছেন এই বলে যে, যাচাই-বাছাইর পর যেখানে ১২০০০ লোককে আবেদন করতে বলা হয়েছিল সেখানে ভিসা পেলেন মাত্র ৮৪৪ জন। এটি কি একটি চমকপ্রদ ফিগার হলো? আর এটি কি একটি সাকসেসফুল প্রগ্রাম হলো? যাদেরকে আবেদন করতে বলা হয়েছিল তাদের মধ্যে আবার শতকরা ৮৫ জন আগে থেকেই কানাডায় বাস করছিলেন বিভিন্ন অস্থায়ী প্রগ্রামের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এর পরও কি লোকজন কানাডায় আসার ব্যাপারে আগ্রহী হবেন?
চলতি সালের ১ জানুয়ারী থেকে চালু হওয়া এই কর্মসূচিতে আবেদনকারীরা কানাডায় আসার ব্যাপারে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন। তখন তাদের দক্ষতা, নৈপুন্য শিক্ষা ও ভাষা সম্পর্কে বিস্তাতরিত জানতে চাওয়া হয়। কানাডার বিভিন্ন প্রভিন্স ও টেরিটরির থেকে প্রাপ্ত শ্রম চাহিদা অনুযায়ী তাদেরকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়। এক্সপ্রেস এন্ট্রির আওতায় সুযোগ পেতে আগ্রহীকে অবশ্যই ফেডারেল স্কিল্ড ওয়ার্কাস, ফেডারেল স্কিল্ড ট্রেডস, কানাডীয়ান এক্সপেরিয়েন্স ক্লাশ বা বিজনেস ক্লাশের আওতায় অভিবাসনের আবেদনপত্র জমা দিতে হয়।
এ বছরের পরিকল্পনা অনুযায়ী ২৬০,০০০ থেকে ২৮৫,০০০ নতুন ইমিগ্রেন্ট নেওয়ার কথা জানিয়েছিল ইমিগ্রেশন মন্ত্রনায়ল ইতিপূর্বে। এর মধ্যে দুই তৃতীয়াংশ হবে ইকনমিক ইমিগ্রেন্ট। ইমিগ্রেশন মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী কোটা পূরণ করতে হলে বর্তমানে প্রতি মাসে ২২,৫০০ ইমিগ্রেন্টকে গ্রহণ করতে হবে। বর্তমানে এক্সপ্রেস এন্ট্রি যে গতিতে কাজ করছে তার চেয়ে প্রায় দশগুণ বেশী গতিতে চলতে হবে কোটা পূরণ করতে।
উল্লেখ্য যে, সরকার ইতিপূর্বে বেশ ঘটা করে ঘোষণা করেছিল এক্সপ্রেস এন্ট্রি পদ্ধতিটি খুবই যুগোপযোগী এবং এর মাধ্যমে কানাডার চাকুরীদাতারা তাদের প্রয়োজনীয় কর্মীবাহিনী খুঁজে পাবেন। এটিকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।