৬০ লাখ অতিক্রম করলো টরন্টোর জনসংখ্যা
মার্চ ১৯, ২০১৫
প্রবাসী কন্ঠ ডেস্ক: টরন্টোর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এই বৃদ্ধির হার থামার কোন লক্ষণ নেই। স্ট্যাটিসটিকস কানাডার সাম্প্রতিক এক জরীপ রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়।
টরন্টোতে বর্তমানে মোট ৬,০৫৫,৭২৪ জন লোকের বাস। ২০১০ সাল থেকে এ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ৬.৬ ভাগ। টরন্টোর বর্তমান মোট জনসংখ্যা তুলনা করে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায়, এটি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের মোট জনসংখ্যার চেয়েও বেশী। অন্যদিকে আটলান্টিক প্রভিন্সগুলোর সম্মিলিত জনসংখ্যার চেয়ে দ্বিগুন জনসংখ্যা রয়েছে টরন্টোতে।
কানাডার এডমন্টন ও ক্যালগারীতে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় টরন্টোর জনসংখ্যা বৃদ্ধির হার কম হলেও একটা নির্দিষ্ট গতিতে এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
স্ট্যাটিসটিকস কানাডার ভবিষ্যত বাণী হলো, যদি টরন্টোতে ইমিগ্রেন্টদের আসা বর্তমানের মতো অব্যাহত থাকে তবে ২০২৬ সালের মধ্যে এর জনসংখ্যা দাড়াবে ৭০ লাখে এবং ২০৩১ সালের মধ্যে ৮০ লাখে। আর যদি ইমিগ্রেন্টদের আসার হার বর্তমানের তুলনায় বৃদ্ধি পায় তবে ২০২৪ সালের মধ্যেই তা ৮০ লাখে পৌঁছাবে।