কানাডার ৪০ শতাংশ লোক অবসর গ্রহণের পরও কাজ করে

ডিসেম্বর ২৭, ২০১৩

প্রবাসী কন্ঠ ডেস্ক : ন্যাশনাল হাউসহোল্ড সার্ভে (এনএইচএস) ২০১১ এর মতে ধনীর কাছ থেকে নেয়া আর গরীবকে দেয়ার প্রচলন কানাডায় ভালোমতোই আছে।

এনএইচ্এসের তথ্য মতে কানাডার করের ৪২ শতাংশই দেয় দেশটির সর্বোচ্চ ধনীরা যা দেশটির জনসংখ্যার ১০ শতাংশ। স্ট্যাটস কানাডার ইনকাম স্ট্যাটিসটিকসের পরিচালক অ্যালিসন হেল বলেন এটা আশ্চর্যজনক নয়।

“এভাবেই আয়কর সংগ্রহের প্রক্রিয়া গঠন করা হয়েছে”।

সরকারের শাসনতন্ত্র এক্ষেত্রে রবিনহুডের মতোই কাজ করে যার সুফল বিভিন্ন ভাবে পায় জনগণ।

এর মানে হলো কানাডার সবচেয়ে দরিদ্র-২০ শতাংশ মানুষ তাদের নিজের আয়ের অর্ধেকের বেশি পান পেনসন, বৃদ্ধ বয়সের ভাতা, গ্যারান্টিড ইনকাম সাপ্­লিমেন্টস, চাকরি বীমা, কল্যাণ ভাতা ও শিশু কল্যাণ ভাতা থেকে।

হেলের মতে এতে মানুষ “নিশ্চয়তা” পায়।

তিনি বলেন, “একটি ধারণা আছে যে টাকাটা যার বেশি প্রয়োজন সে যেন পায়”।

বয়জ্যেষ্ঠ ব্যক্তি ও শিশু সন্তানকে নিয়ে একা থাকেন এমন মায়েরা সরকারি ভাতার ওপর নির্ভরশীল।

আটলান্টিক প্রদেশগুলোতে বসবাসকারীরা সরকারী এ ভাতার ওপর বেশি নির্ভরশীল।

“নিউফাউন্ডল্যান্ড ও ল্যাবরাডর, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ও নিউ ব্রান্সউইক- এ প্রদেশগুলোতে মানুষ যে পরিমাণ কর দেয় তার চেয়ে কিছুটা বেশি” জানিয়েছে এনএইচএস।

অন্য প্রদেশ আর এলাকাগুলোয় সরকারের কাছ থেকে তারা যা পায় তার চেয়ে বেশি কর দেয় জনগণ।

এনএইচএস বলছে, “মোট আয়ের শতকরা হার হিসেবে আলবার্টাই একমাত্র প্রদেশ যার জনগণের দেয়া কর সরকারের দেয়া ভাতার চেয়ে শতকরা ১০ পয়েন্ট বেশি”।

প্রাপ্ত তথ্যে আরো দেখা গেছে ১০ জনের মধ্যে ৭ জন কানাডা সরকারের ভাতা পান আর শতকরা ১৩ ভাগ মানুষ আয়ের জন্য শুধুমাত্র নির্ভর করে থাকে সরকারী ভাতার ওপর।

বেশির ভাগ মানুষ অন্যের দেয়া কর থেকে নিজের আয়ের জন্য নির্ভর করেন না। এনএইচএসের প্রাপ্ত তথ্যমতে প্রায় ৮৮% কানাডীয়র আয় আসে ব্যক্তিগত উৎস থেকে।

“নিশ্চয়, আমরা কর্মজীবির জাতি”, বলছিলেন হেল।

আসলে, অনেক কানাডীয়ই তাদের আয় বাড়াতে তাদের সোনালী যুগে কাজ করে যাচ্ছে।

বেশিরভাগই ৬৫ বছর বয়সে যখন তাদের সরকারি পেনসন পান তখন অবসর নেন, কিন্তু এনএইচএসের প্রাপ্ত তথ্যে দেখা গেছে “৬৬ বছর বয়সেও প্রতি ১০ জন প্রায় ৪ জন চাকরির মাধ্যমে আয় করেন”।

এনএইচএস বলছে, ৭৪ বছর বয়স নাগাদ মানুষ তার মোট আয়ের ১০% আয় করে চাকরি থেকে।

২০১১’র এনএইচএস প্রতিবেদনে দেখা গেছে কানাডীয়দের গড় আয় ৩৮৭০০ ডলার।

হেল বলেন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার কারণে ২০০৬ এর প্রাপ্ত উপাত্তের সঙ্গে এর তুলনা করা কঠিন।