২০১৭ সালে কানাডায় ৫০ হাজার শরণার্থীর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

ফেব্রুয়ারি ১০, ২০১৮

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই দেশ থেকে কানাডায় শরণার্থী আসার ঢল নামে। ছবি : সিটিভি

প্রবাসী কণ্ঠ ডেস্ক : গত বছর কানাডায় প্রায় ৫০ হাজার শরণার্থী এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ সংখ্যা। এর আগে ২০০১ সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন প্রায় ৪০ হাজার শরণার্থী। ২০১৭ সালে বেশীর ভাগ শরণার্থী আসেন কুইবেক-ইউএস বর্ডারে। মেনিটোবা ও ব্রিটিশ কলম্বিয়ার বর্ডারেও শরণার্থীর ভিড় ছিল গত বছর। ইতিপূর্বে স্টার.কম এর এক খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে কানাডার সীমান্ত অতিক্রম করে যারা কানাডায় আসছেন তাদের মধ্যে শতকরা প্রায় ৭০ জনই রাজনৈতিক আশ্রয় লাভ করছেন, যদিও অনেকেই মনে করেন সীমান্ত অতিক্রম করে যারা আসছেন তারা সত্যিকারের শরণার্থী নন এবং তাদেরকে আশ্রয় দেওয়ারও প্রয়োজন নেই। সম্প্রতি ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ড কর্তৃক প্রকাশিত ডাটা থেকে এই তথ্য জানা যায়। যদিও সাধারণ কানাডিয়ানদের মধ্যে অনেকেই মনে করেন এরা সত্যিকারের শরণার্থী নন এবং তাদেরকে আশ্রয় দেওয়ারও প্রয়োজন নেই, কিন্তু শিক্ষাবিদ এবং শরণার্থী আইনজীবীগণ বলছেন ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ড কর্তৃক প্রকাশিত ডাটা থেকে এটি প্রমানিত হচ্ছে যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী এই শরণার্থীদের সুরক্ষা পাওয়ার বৈধ প্রয়োজন রয়েছে। কুইন্স ইউনিভার্সিটির ইমিগ্রেশন এ্যান্ড রিফিউজি ল প্রফেসর শেরী আইকেন বলেন, গৃহীত আবেদন পত্র এটাই প্রকাশ করছে যে, তথাকথিত এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মধ্যে সত্যতা রয়েছে।