অন্টারিওতে অটো ইন্সুরেন্স সিস্টেমে সংশোধন আনা হচ্ছে জালিয়াতি বন্ধ করে প্রিমিয়াম কমিয়ে আনার জন্য

দুর্ঘটনা ও মৃত্যুর হার কম হওয়া সত্বেও অন্টারিওতে গাড়ির ইন্সুরেন্স প্রিমিয়াম কানাডায় সর্বোচ্চ

জানুয়ারী ৬, ২০১৮

প্রবাসী কণ্ঠ ডেস্ক : অন্টারিওতে অটো ইন্সুরেন্স ইন্ডস্ট্রিতে সংশোধন আনার পরিকল্পনা নেয়া হয়েছে জালিয়াতি বন্ধ করে ড্রাইভারদের প্রিমিয়াম রেট কমিয়ে আনার জন্য। তবে কেউ কেউ বলছেন, যারা দূর্ঘটনার শিকার হবেন তাদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ বয়ে আনবে।

অন্টারিওতে অটো ইন্সুরেন্স খাতে যে জালিয়াতি হয় তার পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। ছবি : সিবিসি

অন্টারিওর অর্থমন্ত্রী চার্লস সোসা বলেন, অটো ইন্সুরেন্স খাতে যে জালিয়াতি হয় তার পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। এই জালিয়তি বন্ধ করার সময় এসেছে। তিনি আরো বলেন, অটো ইন্সুরেন্স এর রেট কমাতে হলে আমাদেরকে এই ইন্ডাস্ট্রিতে যে জালিয়াতি হয় সেটি কমাতে হবে। খবর কানাডিয়ান প্রেস এর।

অর্থমন্ত্রী বলেন, সিস্টেমের দুর্বলতা, সিস্টেমের অপব্যবহার অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করছে।

সরকারের একটি কমিশন এ বছরের গোড়ার দিকে তদন্ত করে দেখতে পায়, অন্টারিওতে সবচেয়ে কম মাত্রায় দুর্ঘটনা ঘটলেও এখানে ড্রাইভারদেরকে সবচেয়ে বেশী মূল্য দিতে হচ্ছে ইন্সুরেন্স এর জন্য। অন্টারিও সরকার ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে অন্টারিওতে অটো ইন্সুরেন্স এর প্রিমিয়াম রেট ২০১৩ সালে যা ছিল তার থেকে ১৫% কমিয়ে আনবে ২০১৫ সালের আগস্ট মাসের মধ্যে। কিন্তু সরকার সেই প্রতিশ্র“ত সময়মত রক্ষা করতে পারেনি পুরোপুরিভাবে। এ পর্যন্ত চেষ্টা করে মাত্র ৮% এর মত কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বাকিটা কমানো জন্য এখনো সংগ্রাম করে যাচ্ছে।