অন্টারিওর সানসাইন লিস্ট
গত বছর সর্ব্বোচ্চ বেতন গ্রহণ করেছেন অন্টারিও পাওয়ার জেনারেশন এর সিইও যার পরিমান সাড়ে ১১ লাখ ডলার
অন্টারিও প্রিমিয়ারের চেয়ে প্রায় এক লাখ ডলার বেশী বেতন পান টিটিসি’র চেয়ারম্যান ও টরন্টোর পুলিশ প্রধান
এপ্রিল ১৫, ২০১৭
প্রবাসী কণ্ঠ ডেস্ক : গত বছর সর্বোচ্চ বেতন গ্রহণ করেছেন অন্টারিও পাওয়ার জেনারেশন এর চীফ এক্সিকিউটিভ জেফরী ল্যাস। তিনি মোট বেতন নিয়েছেন ১১ লক্ষ ৫৫ হাজার ৯ শ ডলার।
সানসাইন লিস্টে দেখা যায়, টরন্টোর মেয়র জন টরী থেকে দেড় লাখ ডলার বেশী বেতন পান টিটিসির চীফ এক্সিকিউটিভ অফিসার এন্ডি বেফোর্ড এবং টরন্টোর পুলিশ প্রধান মার্ক সুন্ডার্স। এমনকি অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন এর চেয়েও প্রায় এক লাখ ডলার বেশী বেতন পান এরা। খবর সিবিসি নিউজের।
গত বছর টরন্টোর মেয়র জন টরী বেতন গ্রহণ করেন ১ লাখ ৮৪ হাজার ৬ শ ৬৬ ডলার। টিটিসি’র চীফ এক্সিকিউটিভ অফিসার এন্ডি বেফোর্ড বেতন গ্রহণ করেন ৩ লাখ ৩৯ হাজার ৯ শ ডলার। টরন্টোর পুলিশ প্রধান মার্ক সুন্ডার্স বেতন গ্রহণ করেন ৩ লাখ ৩২ হাজার ৫ শ ডলার। আর অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন বেতন গ্রহণ করেন ২ লাখ ৯ হাজার ডলার।
উল্লেখ্য যে, অন্টারিওতে নিয়ম অনুযায়ী প্রতি বছর সরকারী কর্মকর্তাদের (যাদের বেতন ১ লাখ ডলারের উপর) নাম, পদবী ও কে কত বেতন গ্রহণ করেছেন তার একটি তালিকা প্রকাশ করতে হয়। যে সকল প্রতিষ্ঠান সরকার থেকে ফান্ড পান তাদের প্রতিষ্ঠানের কেউ লাখ ডলারের উপর বেতন পেলে সেটিও প্রকাশ করতে হয়। এই লাখ ডলার হলো মোট বেতন। বেনিফিট যা পান সেটি আলাদা ভাবে প্রকাশ করা হয়।
অন্টারিও পাওয়ার জেনারেশন এর চীফ এক্সিকিউটিভ জেফরী ল্যাস এর পর তালিকার শীর্ষে আর যারা আছেন তারা হলেন:-
– উইলিয়াম মরিয়ার্টি, প্রেসিডেন্ট এন্ড সিইও অব ইউনিভার্সিটি অব টরন্টো এসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন : ১ মিলিয়ন ৪৫ হাজার ডলার।
– জিল পেপল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, অন্টারিও পেনশন বোর্ড : ৮ লাখ ৩৫ হাজার ডলার।
– গ্লেন জেগার, চীফ নিউক্লিয়ার অফিসার, অন্টারিও পাওয়ার জেনারেশন : ৮ লাখ ৩২ হাজার ডলার।
– পিটার পিস্টার্স, প্রেসিডেন্ট
এন্ড সিইও, ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক : ৭ লাখ ৫৪ হাজার ডলার।
– জসেফ মাপা, প্রেসিডেন্ট এন্ড সিইও, সিনাই হেলথ সিস্টেম : ৭ লাখ ২০ হাজার ডলার।
– উইলিয়াম রিচম্যান, প্রেসিডেন্ট এন্ড সিইও, বেক্রেস্ট সেন্টার ফর জিরিয়াট্রিক কেয়ার : ৭ লাখ ১৮ হাজার ডলার।
সানসাইন লিস্ট ফ্যাক্টস :
– গত বছর লাখ ডলারের উপর বেতন পেয়েছেন এমন লোকের সংখ্যা মোট ১২৩,৫৭২ জন।
– এর মধ্যে ১৫,০০০ জন হলেন পুলিশ অফিসার।
– ৭,৭৩০ জন হলেন অন্টারিও পাওয়ার জেনারেশন এর কর্মকর্তা।
– ৬,৯০০ জন হলেন শিক্ষক।
– ৬,৮০০ হলেন প্রিন্সিপাল।
– ৫,৭৯০ জন অধ্যাপক।
– ৩,৭২৫ সহযোগী অধ্যাপক।
– ৩,৫০০ জন রেজিস্টার্ড নার্স।
সানসাইন লিস্ট প্রথম প্রকাশিত হয়েছিল ২০ বছর আগে তখনকার অন্টারিও প্রগ্রেসিভ কনজারভেটিভ সরকার প্রধান মাইক হ্যারিস কর্তৃক। প্রথমবারের লিস্টে নাম ছিল মাত্র ৪ হাজার ৫ শ ৭৬ জনের।