এ বছর কানাডা ৩ লাখ নতুন ইমিগ্র্যান্ট নেবে
এপ্রিল ০৯, ২০১৬
প্রবাসী কন্ঠের বিশেষ প্রতিবেদন ॥ কানাডার ইমিগ্রেশন আবার মানবিক ধারায় ফিরে যাচ্ছে। এ বছর কানাডার নতুন লিবারেল সরকার ৩ লক্ষ নতুন পার্মান্টে রেসিডেন্টকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইমিগ্রেশন মন্ত্রী জন ম্যাককালাম বলেছেন, এ বছর ২ লক্ষ ৮০ হাজার থেকে ৩ লক্ষ ৫ হাজার পার্মানেন্ট রেসিডেন্টকে স্বাগত জানানো হবে কানাডায় যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশী। যদি সরকার তাদের এই ৩ লক্ষ নতুন ইমিগ্র্যান্ট আনার টার্গেট পূরণ করতে পারে তবে তা হবে ২০১৩ সালের পরে এতো অধিক সংখ্যক ইমিগ্র্যান্ট আনার রেকর্ড।
নির্বাচনের সময় লিবারেল পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যদি সরকার গঠন করতে পারে তবে কানাডায় বসবাসরত নাগরিকদের পরিবাররা যেন তাদের সঙ্গে এসে যুক্ত হতে পারে সেজন্যে তারা প্রচেষ্টা নেবে। সেই সাথে রিফুউজি গ্রহনের সংখ্যা বৃদ্ধি করা হবে। তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু করেছে।
মিঃ ম্যাককালাম আরও বলেন, কানাডার ইমিগ্রেশন আবার মানবিক ধারায় ফিরে যাচ্ছে। আমরা পরিবারের একত্রীকরণের মাধ্যমে যেমন আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো তেমনি শরণার্থীদের আশ্রয় দিয়ে কানাডার সেই মানবিক ঐতিহ্যের মূল্যবোধকেও পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। মন্ত্রী বলেন, যারা পীড়িত-কানাডা তাদের পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, কানাডা এ বছর ২৪ হাজার ৮’ শ থেকে শরণার্থী নেয়ার সংখ্যা নাটকীয় ভাবে ৫৫ হাজার ৮’শ তে উন্নীত করেছে। অবশ্য নতুন শরণার্থীদের মধ্যে বেশীরভাগই নেয়া হবে সিরিয়া থেকে। সেইসঙ্গে ব্যক্তিগত স্পন্সর শীপের আওতায় এই সংখ্যা তিন গুণে উন্নীত করে ১৮ হাজার করা হয়েছে।
কানাডিয়ান কাউন্সিল ফর রিফিউজিস (সিসিআর)-এর নির্বাহী পরিচালক জেনেট ডেন্চ শরণার্থী ও পরিবারের একত্রীকরণের ব্যাপারে সরকারের নতুন নীতিকে স্বাগত জানিয়ে বলেছেন, কিন্তু এখনো ব্যাক্তিগত স্পন্সরশীপের আবেদনে যে কড়াকড়ি আরোপ করা হচ্ছে তা আরও শিথিল করা হবে-এটাই আশা করছি।
নতুন ইমিগ্রেশন নীতি অনুযায়ী, স্পাউস ও কমন’ল পার্টনারদের জন্যেও সু খবর রয়েছে। তাদের অপেক্ষার প্রহরও সংকুচিত হয়ে আসছে। আর দু’তিন বছর নয়-অপেক্ষার সময় এক বছরের মধ্যে সীমিত হয়ে আসছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। স্বয়ং ইমিগ্রেশন মন্ত্রী বলেছেন, সন্তান ও স্পাউসদের স্পন্সরশীপের ব্যাপারে যে শর্তাবলী রয়েছে তা পর্যালোচনা করে তা শিথিল করে পরিবারের একত্রীকরণের বিষয়টিকে আমরা প্রাধাণ্য দিতে চাচ্ছি। আমরা মনে করি, দূরে নয় কাছে থাকলে কমিউনিটি আরও সমৃদ্ধ হবে। এছাড়া মন্ত্রী বলেন, নির্ভরশীলদের (ডিপেনডেন্ট) বয়স ১৯ থেকে বৃদ্ধি করে ২২-এ উন্নতি করার বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি।