দক্ষ ইমিগ্র্যান্টদের ‘এক্সপ্রেস এন্ট্রি’ দেয়া হবে
ইমিগ্রেশন মন্ত্রী জানান, এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যারা আসবেন তাদের ভবিষ্যত নিশ্চিত। তাদেরকে হতাশায়ও ভুগতে হবেনা
প্রবাসী কন্ঠ রিপোর্ট, April 28, 2014: যেসব শিল্প ক্ষেত্রে দক্ষ কানাডীয় শ্রমিকের ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণ করার উদ্দেশ্যে আগামী বছরের (২০১৫) জানুয়ারী থেকে কানাডা সরকার ‘এক্সপ্রেস এন্ট্রি’ চালু করতে যাচ্ছে। গত ২২ এপ্রিল রিচমন্ড হিলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেকজান্ডার এ তথ্য জানান। মন্ত্রী বলেন,‘এক্সপ্রেস এন্ট্রি’ যার পূর্ববর্তী নামকরণ ছিল ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ যা মেধা আর দক্ষতার ভিত্তিতে কানাডীয় সরকার ও চাকুরীদাতারা ইমিগ্র্যান্টদের আবেদনের প্রেক্ষিতে বাছাই করবেন। মাত্র দু’সপ্তাহ আগে পূর্বতন নামে এই কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৮ মাস ধরে বর্তমান সরকার ইমিগ্রেশন নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছেন। কানাডার শিল্প মালিকরা এখন থেকে ‘এক্সপ্রেস এন্ট্রি’র মাধ্যমে তাদের চাহিদা মাফিক শ্রমিক আনতে পারবেন। এরা ক্ষণস্থায়ী ভিত্তিতে নয়-এরা কানাডার স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন। মন্ত্রী মালিকদের উদ্দেশ্যে বলেন, শ্রম বাজার সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, শ্রমিকদের কাজের অফার দিতে পারেন। তাদেরকে এই নিশ্চয়তা আপনারা দিতে পারেন যে, তারা এখানে ক্ষনস্থায়ী বিদেশী শ্রমিক হিসেবে আসছেনা-তারা এখানে আসছেন ইমিগ্র্যান্ট হিসেবে। এখানে তাদের ভবিষ্যত নিশ্চিত। তাদেরকে হতাশায়ও ভুগতে হবেনা। মন্ত্রী বলেন, এই সব ইকোনমিক ইমিগ্র্যান্টরা তাদের পরিবার পরিজন নিয়ে এসে এ দেশের শ্রম বাজারকে আরও শক্তিশালী করবে।
এই কর্মসূচিটির কর্ম পদ্ধতি কেমন হবে?
২০১৫ সালের ১ জানুয়ারী থেকে এই কর্মসূচিটি চালু হতে যাচ্ছে। যাতে আবেদনকারীরা কানাডায় আসার ব্যাপারে তাদের আগ্রহের কথা ব্যক্ত করবেন। তখন তাদের দক্ষতা,নৈপুন্য শিক্ষা ও ভাষা সম্পর্কে বিস্তাতরিত জানতে চাওয়া হবে। কানাডার বিভিন্ন প্রভিন্স ও টেরিটরির থেকে প্রাপ্ত শ্রম চাহিদা অনুযায়ী তাদেরকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। আমাদের দেশের অনেক সেক্টরেই বিপুল সংখ্যক দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে। এক্সপ্রেস এন্ট্রির মাধ্যেমে এরা দ্রুত এসে এই ঘাটতি মোকাবেলায় যথাযথ ভূমিকা রাখতে পারবেন।
‘এ’ কেটাগরীতে নির্বাচিতরা ৪টি মূল কর্মসূচির যে কোনটিতে আবেদন জানাতে পাবেন।
এক) ফেডারেল দক্ষ শ্রমিক,
দুই) ফেডারেল দক্ষ বাণিজ্য,
তিন) কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাশ ও
চার) বিজনেস ক্লাশ।
মন্ত্রী বলেন, এক্সপ্রেস এন্ট্রির ব্যাপারে প্রভিন্স ও টেরিটরির সরকাররা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই কর্মসূচির ব্যাপারে তাদের রয়েছে জোরালো সমর্থন।
এই কর্মসূচির মাধ্যমে কানাডা যেভাবে উপকৃত হবে ঃ
* এখানে শ্রেষ্ঠ প্রার্থীরাই কানাডায় সাফল্য অর্জন করতে পারবেন। তাদেরকে আর ওয়েটিং লিস্টিতে থেকে অপেক্ষার প্রহর গুণতে হবেনা।
* একটি উন্নতমানের জব ব্যাঙ্কের মাধমে মালিক পক্ষ ও এক্সপ্রেস এন্ট্রির আবেদনকারীরা পরস্পরের সঙ্গে একটি ভিত্তি স্থাপন করতে পারবেন।
* এক্সপ্রেস এন্ট্রি কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার দু’বছরে ১৪ মিলিয়ন ডলার ব্যায় করেবে।
* নির্বাচিত প্রার্থীরা মাত্র ছ’মাসে কানাডায় আসার সুযোগ পাবেন। যা আগে ছিল প্রায় দু’বছর।