ছেলেসন্তানের আশায় জন্মের আগে গর্ভপাত করে কন্যাশিশুর ভ্রূণ হত্যা করা হচ্ছে

ভারতের জনসংখ্যার প্রবৃদ্ধি অনুসারে প্রায় ৬ কোটি ৩০ লাখ নারী ‘হারিয়ে’ গেছেন। ছেলেসন্তানের আশায় জন্মের আগে গর্ভপাত করে এসব নারীকে হত্যা করা হচ্ছে। যদিও দেশটিতে গর্ভাবস্থায় জেন্ডার নির্ণয় করা আইনত দণ্ডনীয় অপরাধ।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের একটি গবেষণা প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা যায়। প্রতিবেদন আরও জানানো হয়, শুধু কন্যাশিশুর ভ্রূণ হত্যা নয়, ছেলের আশায় একের পর এক কন্যাসন্তানেরও জন্ম দেওয়া হয়। কিন্তু পরে ওই কন্যাশিশুগুলো পরিবারের কাছে অবাঞ্চিত হিসেবে বিবেচিত হয়। এ ধরনের ‘অবাঞ্চিত’ কন্যাশিশুর সংখ্যা ২ কোটি ১০ লাখ।

মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা অরবিন্দ সুব্রাবানিয়াম বলেন, “জেন্ডারবিষয়ক এই চ্যালেঞ্জ বহু দিনের পুরনো, সম্ভবত সহস্র বছরের পুরনো। ছেলেসন্তানকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি অবশ্যই ভারতবাসীকে প্রতিহত করতে হবে।”

গবেষণায় আরও দেখা যায়, ছেলেদের তুলনায় ভারতে মেয়েরা শিক্ষার সুযোগ কম পাচ্ছে। পাশাপাশি তারা পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধাও পায় না। শিক্ষিত অনেক নারী অভিযোগ করেছেন, পুত্রসন্তান জন্মদানের জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়-বিশেষত শাশুড়িরা এই চাপ বেশি দেন।